-
রক্ত দিন
-
ক্যাম্প করুন
-
স্বেচ্ছাসেবা
-
ক্যারিয়ার
আপনিও অংশ নিতে পারেন এ মহতী উদ্যোগে।
রক্ত দিন
স্বেচ্ছা রক্তদাতারাই নিরাপদ ও সুস্থ রক্তদান আন্দোলনের প্রাণ। কোয়ান্টাম ১৯৯৬ সাল থেকে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের নিরন্তর প্রচেষ্টায় গড়ে তুলেছে ২০,০০০ আজীবন এবং প্রায় দেড় লক্ষ অনিয়মিত রক্তদাতার সুসংগঠিত ব্লাড ডোনার পুল। কোয়ান্টামের রক্তদাতারা এখন শুধু দেশেই রক্ত দিচ্ছেন না, বিদেশেও রক্তদানকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০১২ সালে নতুন ২৫,৯০৬ জন রক্তদাতা অর্ন্তভুক্ত হয়েছেন কোয়ান্টাম রক্তদাতা পরিবারে। আজীবন রক্তদাতা হয়েছেন মোট ৩,৪৬২ জন। স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করার জন্যে কোয়ান্টাম গ্রহণ করেছে নানা ধরনের কর্মসূচি। আপনিও অংশগ্রহণ করুন।
ক্যাম্প আয়োজন করুন
আপনি যদি কোনো স্বেচ্ছা সামাজিক বা পেশাজীবী বা অন্য যেকোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকেন তাহলে ক্যাম্প বা অজেয় ১৯ বা রক্তদানে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনে উদ্যোগ নিন।
স্বেচ্ছাসেবায় অংশ নিন
স্বেচ্ছাসেবী হিসেবে ক্যাম্পে বা ল্যাবে অংশ নিন। মহৎ সেবার এক অনাবিল তৃপ্তি ও আনন্দ পাবেন আপনি।
ক্যারিয়ার গড়ুন
আপনি যদি কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে ক্যারিয়ার গড়তে চান তাহলে সে সুযোগও থাকছে। আপনার বায়োডাটা লিখে আজই পাঠিয়ে দিন ফাউন্ডেশনের ঠিকানায় বা ই-মেইল করুন।
No comments:
Post a Comment